Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল বন্দরে ট্রাক সংকটে পণ্যজটের আশঙ্কা

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

খালাস করতে না পারায় আমদানি রফতানি বাণিজ্যে স্থবিরতা
বেনাপোল অফিস : বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের অভাবে বন্দর থেকে মালামাল পরিবহনে সংকটাবস্থার সৃষ্টি হয়েছে। ট্রাকের অবৈধ বাম্পার, হুক, এ্যাংগেল থাকবে না এ ধরনের সরকারি সিদ্ধান্ত আসায় ভয়াবহ পণ্য পরিবহন সংকট দেখা দিয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। ফলে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া রাতারাতি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত বুধবার সকালে বেনাপোল বন্দরে সরেজমিন গিয়ে দেখা যায়, বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। খাজা মইন উদ্দিন চিশতি (রহ.) ট্রান্সপোর্ট এজেন্সির মালিক আলী আজম জানান, রাস্তায় প্রশাসনের লোকজন পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের বাম্পার, হুক, এ্যাংগেল কেটে দিচ্ছে সাথে মামলা ও জরিমানা করছে এ কারণে ট্রাক ড্রাইভাররা ট্রাক নিয়ে রাস্তায় বের হচ্ছে না। ফলে পণ্য পরিবহনের জন্য পর্যাপ্ত ট্রাক পাওয়া যাচ্ছে না। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের বেলায় কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করলেও ট্রাকের ভাড়া আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। বন্দর থেকে সময়মতো পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকরা মারাত্মকভাবে আর্থিক সংকটে পড়ছে। বড় ধরনের প্রভাব পড়ছে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যে। বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন জানান, আগে যেখানে প্রতিদিন বেনাপোল বন্দর থেকে গড়ে প্রায় ৮০০ ট্রাক পণ্য লোড হতো, এখন সেখানে প্রতিদিন প্রায় ৪০০ ট্রাক পণ্য লোড হচ্ছে। বাংলাদেশে প্রায় ৮০-৯০ ভাগ ট্রাক ও কাভার্ড ভ্যানে বাম্পার, হুক, এ্যাংগেল লাগানো আছে। এভাবে চলতে থাকলে এক সময় পণ্য পরিবহনের জন্য এ বন্দরে ট্রাক পাওয়া যাবে না। দ্রæত এ সমস্যার সমাধান না হলে বেনাপোল বন্দরে ভয়াবহ পণ্যজট বেঁধে যাবে। বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, বন্দরে ট্রাক সংকটের কারণে পণ্য পরিবহনে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করি, খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ