Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোকানে হামলা-ভাঙচুর-লুটপাট আহত ৬

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে দুইটি ফার্নিচারের দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তের হামলায় ফার্নিচার দোকানের ৬ কর্মচারী আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের পশ্চিম পাশে রমজান খান সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। জানা যায়, এমসি বাজার এলাকার মৃত রমজান খাঁর ছেলে আসাদুজ্জামান খাঁ সবুজ ও তার ভাই মাহফুজুর রহমান প্রায় ৩৪ বছর আগে মাওনা চৌরাস্তায় ৩৫ শতাংশ জমি কিনে মার্কেট নির্মাণ করে ভোগদখল করে আসছিল। টেপিরবাড়ী এলাকার বোরহান ও কামালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ ওই মার্কেট জবরদখল করার পাঁয়তারা করে আসছে। উক্ত জমি জবরদখলের আশঙ্কায় মার্কেটের মালিক আসাদুজ্জামান বাদী হয়ে আদালতে ৮০১/১৭নং পি. মোকদ্দমা দায়ের করেন। আসাদুজ্জামান অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে বোরহান ও কামালের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে তার মার্কেটে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর করে রাজ্জাক ফার্নিচার মার্ট ও কাউসার ফার্নিচার মার্টের প্রায় ২০ লাখ টাকার ফার্নিচার, কাঠসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি মারপিটে দোকানের কর্মচারী সোহেল, খোকন, মোশাররফ, নবী হোসেন, সাইম ও আকরাম আহত হয়। পরে দুর্বৃত্তরা রাত সাড়ে ৭টার দিকে ওই দুটি দোকান তালাবদ্ধ করে রাখে। ভাড়াটিয়া তাইজ উদ্দিন ও রাজ্জাক জানান, প্রায় ২২ বছর যাবৎ তারা আসাদুজ্জামানদের নিকট থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। দুর্বৃত্তদের হামলার ঘটনায় মালামাল হারিয়ে তারা এখন পথে বসেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ