Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশিয়ানীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি গৃহকর্ত্রীকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে সউদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির গৃহকর্ত্রী লাভলী বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেরার উপজেলার রামদিয়া গ্রামের সউদি প্রবাসী জামাল মিনার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটে পালিয়ে যায়। আহত লাভলী বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাভলী বেগম জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভবনের কেচি গেট ভেঙে ভবনের কক্ষে প্রবেশ করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা ছেলেমেয়েদের দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে উপর্যুপরি কোপায়। অন্য কক্ষে থাকা আমার ছোট ভাই ইব্রাহিমকে লাঠি দিয়ে পেটায়। পরে ডাকাতরা আলমারীতে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ লাখ টাকার মূল্যবান মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ