রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর মর্যাদার দাবিতে গত ৯ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এক তরুণী। এদিকে ওই তরুণী ওই বাড়িতে যাওয়ার পর থেকেই উধাও প্রেমিক স্বামী, শ্বশুর ও শাশুড়ি। ওই তরুণী নগরকান্দা পৌর এলাকার বিনয় চন্দ্র মন্ডলের মেয়ে চম্পা রানী মন্ডল। তরুণ একই উপজেলার চরযোশরদী ইউনিয়নের মেঘেরদিয়া গ্রামের সুকুমার চন্দ্র বিশ্বাসের ছেলে সুদর্শন চন্দ্র বিশ্বাস। চম্পা এই প্রতিবেদককে জানান, স্কুল জীবন থেকে তারা একে অপরকে পছন্দ করেন। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে চম্পার পরিবার একাধিক বার বিয়ে ঠিক করলেও সুদর্শন সেই বিয়ে ভেঙে দিয়েছে। এরপরে ২০১৪ সালের ৯ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ করেন তারা। এরপরে সুদর্শন ও তিনি ফরিদপুর ও ঢাকায় স্বামী-স্ত্রীর মতই বসবাস করতেন। চম্পা জানায়, কিছুদিন ধরে সুদর্শন তার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। এরই মধ্যে বন্ধুদের মাধ্যমে জানতে পারে সুদর্শন অন্যত্র বিয়ে করছে। সেই খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি এসে সত্যতা পেয়ে স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন চম্পা। চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার জানান, মেয়েটিকে নোটারি পাবলিক-এর মাধ্যমে বিয়ে করছে এবং ঘর সংসারও করছে যার সত্যতা পেয়েছি। আমরা চেয়েছি বিষয়টি মীমাংসা করতে। কিন্তু পরিবার কিছুতেই এই মেয়ে মেনে নিবে না। তারপরও আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি। এই বিষয়ে অভিযুক্ত সুদর্শন চন্দ্র বিশ্বাস ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সব কয়টি মোবাইল বন্ধ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।