রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাড়ে ৩ বছেরর এক শিশু অপহরণের ২দিন পর তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২ কি. মি. উত্তর পশ্চিম দিকে গাজির হাট থেকে দক্ষিণে মুনিষগাঁ গ্রামের মাসুদের ৩ বছর ৬ মাসের শিশু সন্তান তুষারকে দূর্বৃত্তরা ২৬ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৮টায় সকলের অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ২দিন পর গতকাল শুক্রবার সকালে পাশর্^বর্তী সিরাজ মাষ্টারের উঠানে খড়েরগাদা থেকে তুষারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও জেলা পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ। এসম উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি হাসিবুল আলম, আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক ও ওসি রেজাউল করিম প্রমুখ। এ ব্যাপারে নিহতের পিতা মাসুদ রানা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে তুষারের খুনের আসামি সিরাজ মাষ্টার ও রাজুসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যে আসল রহস্য বের হবে বলে আশ্বাস দেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য তবিবর রহমান জানান, পূর্বের জের ধরে ঘটনা ঘটতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।