Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লাইটারেজ শ্রমিকদের লাগাতার কর্মবিরতির হুমকি

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ৪:৪৪ পিএম

মংলা সংবাদদাতা : ভারতে আটক ৪টি লাইটার জাহাজের আট শ্রমিককে আইনি প্রক্রিয়ায় অবিলম্বে মুক্ত করে দেশে ফিরিয়ে না আনলে মে মাসের যে কোন সময় থেকে দেশব্যাপী লাগাতার লাইটার জাহাজে কর্মবিরতি শুরু করার হুমকি দিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার বিকেলে মংলা শাখা মামার ঘাট সংলগ্ন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এ হুমকি দেয়া হয়। মংলা শাখার সভাপতি রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, মামুন হাওলাদার বাদশা, ইউছুপ খাঁ, মো. রফিক, এমাদুল মাষ্টারসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, ল্যান্ড পাশ জটিলতায় পড়ে গত ২০ মার্চ ভারতের হলদিয়া বন্দর এলাকায় বাজার করতে গিয়ে বাংলাদেশের ৪টি নৌযানের ৮ শ্রমিক গ্রেফতার হয়ে মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘদিনেও ভারত থেকে এদের মুক্ত করে আনা হয়নি। এ ছাড়া বাংলাদেশী শ্রমিকরা ভারতে গিয়ে প্রায়ই ল্যান্ড পাশ জটিলতায় পড়ে নানা হয়রানীর শিকার হচ্ছেন। এ কারণে আটককৃতদের মুক্তির ব্যবস্থা ও নির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় ল্যান্ড পাশ নিশ্চিতের ব্যবস্থা করা না হলে দেশব্যাপী লাগাতার কর্মবিরতি শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ