Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় বাসের হেল্পার নিহত, আহত ১০

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১০:৩৭ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজগার আলী নামের এক হেল্পার নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজগার আলী কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেল্পার।

আহতদের মধ্যে বাস যাত্রী রিয়াজুল ইসলাম, ইউনুছ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টামোড়ে পৌঁছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে মেরে দেয়। এতে ঘটনাস্থলেই হেল্পার আজগারের মৃত্যু হয় এবং কমপক্ষে ১০ জন আহত হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদ ঘটনাস্থল থেকে এর সত্যতা নিশ্চিত করলেও নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠাবেন কি-না তা তিনি বলতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ