Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধা, সঙ্গীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারকে সোনালী ব্যাংকের অনুদান

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মোহাম্মদ আব্দুল জব্বার সাংস্কৃতিক সংস্থা’র প্রতিষ্ঠাতা পরিচালক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম সঙ্গীতশিল্পী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার চক্ষু, কিডনী ও জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসধীন রয়েছেন। শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারকে সিএসআর এর আওতায় সোনালী ব্যাংক এর পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল মকবুল অনুদান হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার এর গান লাখো মুক্তিযোদ্ধাদের শক্তি, সাহস ও মনোবল যুগিয়েছে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন শিল্পী হিসেবে ব্যক্তিগত ভূমিকা, অবদান ও বর্তমান সামাজিক সম্মান বিবেচনায় তাঁর উন্নত চিকিৎসার জন্য সোনালী ব্যাংক লিমিটেড তাঁর অনুকূলে এই অনুদান প্রদান করে।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ