রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে কৃষক পরিবারের আট বিঘা জমির বৈধ মালিকানা থাকলেও স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে নিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক বৃদ্ধা জহুরা খাতুন তার মালিকানাধীন জমি উদ্ধার করতে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। সম্প্রতি প্রভাবশালীরা জহুরা খাতুন ও তার স্বামী তৈয়ব আলী আকন্দকে বেধড়ক মারপিট করে বাম পায়ের হাড় ভেঙে আহত করে। এ ঘটনায় জহুরা খাতুন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, সাইটালিয়া গ্রামের মৃত ওমর আলীর কন্যা জহুরা খাতুন পৈতৃক ও ক্রয়সূত্রে ৮ বিঘা জমির মালিক থাকলেও তার নিকট আত্মীয় একই এলাকার নিজাম উদ্দিনের পুত্র প্রভাবশালী শাহিন মোড়ল, আবুল কাশেমের পুত্র তাইজ উদ্দিন ও নজরুল ইসলামরা তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখেন। জহুরা খাতুন অভিযোগ করে বলেন, আমি জমির বৈধ মালিক হওয়া সত্তে¡¡ও আমার চাচাত ভাইয়েরা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় জমি বেদখল করে রেখেছেন। গত কয়েক বছর পূর্বে তাজ উদ্দিন আমার মালিকানাধীন কিছু জমি ৫০ হাজার টাকার বিনিময়ে বন্ধক নিলে পরবর্তীতে ওই টাকা ফেরত দিয়ে স্থানীয় আমির আলী মোড়লের কাছে জমি বিক্রি করি। জমির ক্রেতা আমির আলী মোড়লকে জমি বুঝিয়ে দিতে গেলে তাইজ উদ্দিন ও তার লোকজন বাধা দেয় এবং জমি তাদের বলে দাবি করে। তারা প্রতিনিয়তই আমাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। মামলা করার পর থেকে প্রতিপক্ষরা আমাকে মামলা প্রত্যাহার করতেও অব্যাহত হুমকি দিচ্ছেন। এব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জবরদখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো জমি জবরদখল করিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না, তবে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।