রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী গোয়ালন্দ মোড় থেকে বুধবার দিবাগত রাতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড়সহ ৪ চোরাকারবারিকে আটক করেছে র্যাব। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অতিঃ পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, রাজবাড়ী থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ওই তল্লাশি অভিযান পরিচালনাকালে কলকাতা হতে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাস হতে চারজন চোরাকারবারি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মৃত শেখ কুব্বাত শেখের ছেলে মোঃ শফি ওসমান (৫৪), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কয়রাকান্দা এলাকার মৃত সামছুল হকের ছেলে মোঃ মনির হোসেন (৩৫), ঢাকা জেলার দোহার থানার মধুরখোলা এলাকার মৃত লালু মোল্লার ছেলে মোঃ জয়নাল আবেদীন (৫৬) ও ঢাকা জেলার মুগদা থানার উত্তর মুগদা এলাকার মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৬৪টি থ্রি-পিস, ৮টি শাড়ি, ১০টি ওড়না, ৩টি লেহাংগা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী থানায় একটি চোরাচালান মামলা দায়ের করে আটককৃতদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।