Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না দেয়ায় হামলা-ভাঙচুর গুলিবিদ্ধ ৪

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডে সিডিএর নিয়ন্ত্রণাধীন ফৌজদারহাট-বায়োজিদ সড়ক নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই প্রতিষ্ঠানের ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে সীতাকুÐে সিডিএর (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) নিয়ন্ত্রণাধীন ফৌজদারহাট-বায়োজিত সড়ক এলাকায় অবস্থিত সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাইড অফিসে হানা চালায় একদল সন্ত্রাসী। তারা সেখানে সড়কের কাজে ব্যবহৃত স্কেবেটর, আসবাব ব্যাপক ভাঙচুর করে ও গোলাগুলি চালায়। এসময় বাধা দিতে এগিয়ে আসলে স্পেক্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দায়োয়ান আর্মি কামাল (৫৫), কবির হোসেন (৩৫), জহির উদ্দিন (৩২), শরীফুল (৩৫) গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরো ৫/৬ জন কর্মী কমবেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধসহ ৫ জনকে চমেকে ভর্তি করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্টার এক কর্মকর্তা নাসির উদ্দিন দিদার জানান, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ভ‚মিদস্যু সিঙ্গাপুর নাসিরের বাহিনী চাঁদা দাবি করে আসছিল। কিন্তু স্পেক্টার কর্মকর্তারা তাতে কর্ণপাত না করায় নাসিরের বাহিনী প্রধান কামাল, সবুজ, লিটনের নেতৃত্বে ১৫/২০ জন বুধবার বিকালে আগ্নেয়াস্ত্র ও ভারি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তাদের বাধা দিতে আসলে তারা এলোপাতাড়ি গুলি করে। তিনি আরো জানান, এর আগে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছিল। কিন্তু তাতে কোনো ফল না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে সীতাকুÐ থানার পুলিশ ছুটে গেলেও ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পুলিশ চলে আসার পর গভীর রাত পর্যন্ত কিছুক্ষণ পর পর ফাঁকা গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সীতাকুÐ থানার ওসি মোঃ ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফৌজদারহাট-বায়োজিত সড়কের নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্টার কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় সিঙ্গাপুর নাসিরের লোকজন সেখানে ভাঙচুর ও গোলাগুলি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এ ঘটনায় দারোয়ানসহ ৪ জন গুলিবিদ্ধসহ ৫ জন হাসপাতালে আছে। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। কিন্তু ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ