Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে পুলিশ ও ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শটগানের গুলি আহত ৬

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ৫:১১ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকূপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারী করনের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ফাঁকা গুলি বর্ষণ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেলের আঘাতে ৩ ছাত্র ও পুলিশের এক এসআইসহ অন্তত ৬ জন আহত হন। এ বিষয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি বলেন, উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ সরকারী করনের দাবীতে সকাল ১০ থেকে ১১ পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা সড়কের ওপর অবস্থান নেয় এবং কলেজটি সরকারী করনের দাবীতে শ্লোগান দিতে থাকে। অবরোধের চলাকালীন সড়কটির উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, কর্মসূচীর শেষের দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নিতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা কলেজ এলাকায় অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ শটগানের রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ৪/৫ টি যানবাহন ভাংচুর করেছে বলে দাবী করেন ওসি। তিনি আরো বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। ইটপাটকেলের আঘাতে থানা পুলিশের এসআই ইকবালসহ ৩ পুলিশ সদস্য ও ৩ ছাত্র আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ