Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১:৪১ পিএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনের পর দুই পরাজিত কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, আজ দুপুরে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেব আলী ও শওকত আলীর মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও চারজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ওসি। গত মঙ্গলবার মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ