Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১১:৫৪ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাফছড়ির দুর্গম পাহাড়ে রেম্রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গুইমারার হাফছড়ির দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি সাব জোন কমান্ডার লে. আব্দুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। এ সময় দু’টি এলজি, একটি রিভলভার ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়রুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ