Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদর্শের প্রশ্নে আপোষহীন ছিলেন জাসদ নেতা শামসুল হক সরকার

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : দলের আদর্শের প্রশ্নে জাসদ নেতা শামসুল হক সরকার বরাবরই আপোষহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন। তিনি বলেন, ফুলবাড়িয়া উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার নিবেদিতপ্রাণ ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গতকাল বুধবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু পাবলিক হলে সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার স্মরণে এক শোকসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা জাসদের আয়োজনে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জাসদ নেতা শরীয়ত উল্লাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি পৌর কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সহ-সভাপতি রতন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, ফুলবাড়ীয়া জাসদের সাবেক সভাপতি ও প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খান, মহানগর জাসদ নেতা পারভেজ শাহনেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমীন। স্মরণসভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার ও ইব্রাহিম খলিল মাস্টার। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সন্ধ্যায় ময়মনসিংহে যাবার পথে উপজেলার ল²ীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান জাসদ নেতা শামসুল হক সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ