Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় সৌরভ নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার হেমায়েতপুর ইউনিয়নের খোদাইয়েরপুর আবাসিক হাফিজিয়া মাদ্রাসা থেকে সৌরভ নামের (১২) মাদ্রাসা একছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ৯ দিনেও তার কোন সন্ধান না পেয়ে পরিবারে হতাশা নেমে এসেছে। সৌরভের মা পুত্রের কোন খোঁজ না পাওয়ায় মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
পাবনা শহরের পাথরতলা এলাকার নিখোঁজ সৌরভের মা ডলি বেগম কান্না জড়িত কন্ঠে জানান, প্রায় দেড় বছর আগে তার পুত্র সৌরভকে হেমায়েতপুর ইউনিয়নের খোদাইয়েরপুর আবাসিক হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। ভর্তির পর ভালই চলছিল তার লেখা পড়া। মাঝে মধ্যেই ছুটিতে সে বাড়িতে আসত আবার ছুটি শেষে মাদ্রাসায় ফিরে যেত। সব শেষ গত পহেলা বৈশাখের দিন বাড়ি আসে সৌরভ। ছুটি শেষে তিনদিন পরে মাদ্রাসায় ফিরে যায় সে। এর একদিন পরে মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সৌরভ। এর পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২৪ এপ্রিল পাবনা সদর থানায় জিডি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদ্রাসা থেকে নিখোঁজের বিষয়টি স্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল জব্বার বলেন, ‘আমার গত কয়েক দিন ধরে ছেলেটির খোঁজ করছি। ইনশাআল্লাহ ছেলেটির সন্ধান পাওয়া যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ