Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বানারীপাড়া ওসির মহানুভবতায় রক্ষা পেল এক যুবক

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেনের মহানুভবতায় প্রাণ রক্ষা পেল এক যুবক। গত মঙ্গলবার বেলা সোয়া ১২টায় বন্দর বাজারের মধুচাক সংলগ্ন এলাকায় অটোরিকশার আঘাতে মোঃ মিজান শেখ নামের এক যুবক গুরুতর আহত হয়। পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৎস্যজীবী মোঃ মিজান শেখ মধুচাক সংলগ্ন পরেশ মুচির কাছে জুতা সারানোর জন্য অবস্থান করে। এ সময় বেপরোয়া একটি অটোরিকশা উল্টে গিয়ে পরেশ মুচির দোকানে আছড়ে পরে। এ সময় পরেশ মুচি সামান্য এবং মিজান শেখ গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় মিজান শেখ পরে থাকলেও ঝামেলা এড়াতে প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা না করে উল্টো ভিড় জমায়। বেলা সোয়া ১২টার সময় থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ঘটনাস্থলের পাশ জাচ্ছিলেন। তিনি মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে আহত অবস্থায় পরে থাকা মিজান শেখকে জিপে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। জানা গেছে, মিজান শেখ উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখের ছেলে। অটোরিকশাচালক মামুন কর্ফাকর গ্রামের মালেক মিয়ার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ