Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরিবেশ অধিদফতরে অভিযোগ, পানিবদ্ধতার শঙ্কা

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পটিয়ায় খাল দখল করে পৌর কর্তৃপক্ষের মার্কেট নির্মাণ
পটিয়া উপজেলা সংবাদদাতা : পটিয়া পৌরসভা কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পটিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খাস খতিয়ানভুক্ত দখলীয় বিদ্যালয়ের দক্ষিণ পাশের খালটিতে পৌর কর্তৃপক্ষ বাণিজ্যিকভবন তৈরি করার পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে উক্ত খালের প্রতিরক্ষা দেয়াল ঘিরে ভবনের গ্রাউন্ড পিলার স্থাপন করেছে। উক্ত ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য স্থানীয় জনসাধারণ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গত ২৫ এপ্রিল পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের আনোয়ারা সড়ক সংলগ্ন বিদ্যালয়ের খাস দখলীয় জায়গার উপর প্রায় ৫০ বছর পূর্বে পানি ও পয়ঃনিষ্কাশনের জন্য খাল খনন করা হয়। ওই খাল দিয়ে পৌরসভার গোবিন্দারখীল এলাকা, বাহুলী এলাকা, পৌর বাস স্টেশন, ডাক বাংলার মোড়, সবজার পাড়া, হাবিবুর পাড়াসহ বেশ কয়েকটি এলাকার পানি ও পয়ঃনিষ্কাশন হয়ে আসছে। বর্তমানে প্রভাবশালী মহলের সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ খালটি দখল করে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। খালটি দখল ও ভরাট হয়ে গেলে পৌরবাসীর এবং বিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ একমাত্র পানি ও পয়ঃনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে। এ ছাড়া পানিবদ্ধতার কারণে কাঁচা ঘরবাড়িসহ পৌরবাসীর ক্ষতিসাধন হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পটিয়া পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম বলেন, আমরা ওই বিষয়ে মেয়রসহ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। এরপরও যদি এখানে মার্কেট নির্মাণ করা হয়, তাহলে পৌর কর্তৃপক্ষ জনগণের ক্ষতি সাধন করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এ বিষয়ে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ জানান, ‘যেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে, তা স্কুলের জায়গার খতিয়ান নয়। রাস্তার পাশে যে দোকানগুলো ছিল, খালের উপর সø্যাব নির্মাণ করে তা সেখানে বসানো হচ্ছে। এতে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ব্যক্তি বিশেষের কোনো লাভ হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ