Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালু উত্তোলনকারীদের বাধা দেয়া আমার কাজ নয় -নির্বাহী প্রকৌশলী

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের পদ্মা নদী থেকে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা বালু উত্তোলন করে বিক্রি করছে। এ বালি উত্তোলনের কারণে ফরিদপুর শহররক্ষা বাঁধ ও ফরিদপুর শহর হুমকির মুখে। যেকোনো সময় পদ্মা নদীতে ভেঙ্গে যেতে পারে ফরিদপুর শহররক্ষা বাঁধ। সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। বালু উত্তোলনকারীরা এতই প্রভাবশালী কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। এ বালু উত্তোলনের সাথে জড়িত আছেন আওয়ামী লীগের প্রভাবশালী ১৫-২০ জন নেতা। তার সাথে রয়েছেন হাইব্রিড আওয়ামী লীগ নেতা ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল।
মিলন পাল গত ইউপি নির্বাচনে বিএনপির টিকিটে ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত মিলন পালের ড্রেজার জব্দ করে ও অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দেয়। তার পরও মিলনপাল গংরা বালু উত্তোলন বন্ধ রাখেনি। পদ্মার পারের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, বালু দস্যুরা মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার পরিবারের দুই একজন ব্যক্তির নাম ব্যবহার করে বালু উত্তোলন করছে। আমরা সাধারণ জনগণ ভয়ে কিছুই বলতে পারছি না এবং মন্ত্রী ও মন্ত্রীর আত্মীয়-স্বজনকে জানাতে পারছি না এর সত্যতা কতটুকু। এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পদ্মা নদী থেকে কেউ বালু উত্তোলন করে থাকলে সেই বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় তদারকী করবেন এবং আইনগত ব্যবস্থা নিবেন। যদি কেউ বালু উত্তোলন করে এই দায় দায়িত্ব আমার নয়। পানি উন্নয়ন বোর্ডের সাবেক এক নির্বাহী প্রকৌশলী জানান, পদ্মা নদী থেকে যদি কেউ বালু উত্তোলন করে এর দেখাশুনার সমস্ত দায় দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ওই দফতরের কর্মকর্তা কর্মচারীদের। নদী বলতে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন। নাম প্রকাশ না করার শর্তে এক বালু ব্যবসায়ী জানান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অফিসকে ম্যানেজ করেই আমরা বালু উত্তোলন করে থাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ