Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ না করলে কর্মসূচি দেয়া হবে -মহাসচিব ইয়াদ আলী খান

বাংলাদেশ শিক্ষক সমিতি

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য ঢাকা রির্পোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. ইয়াদ আলী খান। তিনি তার লিখিত বক্তব্যে বেসরকারি মাধ্যমকি বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ, ৫ শতাংশ প্রবৃদ্ধি, আগামী ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। শিক্ষামন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অনুদান শব্দের পরিবর্তে বেতন ভাতাদির সরকারি অংশ সংযুক্ত করারও দাবি জানান।  আগামী ১৮ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। তিনি আরো বলেন, আগামী ঈদে পূর্ণাঙ্গ উৎসব-ভাতাসহ  অন্যান্য দাবিসমূহ পূরণ না হলে পরবর্তীতে বেসরকারি মাধ্যমকি বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি ড. মমতাজ খানম, অতিরিক্ত মহাসচিব মো. ফরিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. শরিফুল আলম, আ: কুদ্দুস, মো: ফজলুর রহমান, সাংগঠনিক সচিব মো. আবদুর রহমান, আ: আউয়াল মোল্লা, বাবু হরেন্দ্র নাথ মজুমদার, মোহাম্মদ উল্লাহ ভ‚ঁইয়া, মো. হারুন অর রশিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ