Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেষ হলো ডেনিম পণ্যের প্রদর্শনী

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : শেষ হলো দুই দিনব্যাপী ৫ম ডেনিম পণ্যের প্রদর্শনী।  টেকসই ও পরিবেশবান্ধব ডেনিমের প্রসারে ডেনিম পণ্যের প্রদর্শনী শুরু হয়েছিল বুধবার। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এবারের উৎসবের শিরোনাম করা হয় ‘ডেনিম ইন ফ্যাশন’। প্রধান অতিথি হিসেব প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল বৃহস্পতিবার এ প্রদর্শনীর শেষ হয়। প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৩২টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকরা জানান, সাশ্রয়ী দাম আর গুণগত মানের কারণে বাংলাদেশের ডেনিম বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম পোশাক বিক্রি করেছে ১৭ কোটি পিসের বেশী, অন্যদিকে চীন একই সময়ে একই বাজারে বিক্রি করে মাত্র সাড়ে ১১ কোটি পিস। আর এ সময় বাংলাদেশ ডেনিম পোশাক বিক্রি থেকে আয় করেছে প্রায় ৯৪ কোটি ডলার। ড. গওহর রিজভী বলেন, বিশ্বব্যাপী ডেনিম ক্রেতাদের চাহিদা মেটানোর জন্যে যে পর্যায়ের অবকাঠামো, জনবল এবং আর্থিক সূচক থাকা দরকার এর সবই আছে বাংলাদেশে। একই সঙ্গে বাংলাদেশের ডেনিমের সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তাও তৈরি হয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে ২য় হলেও প্রথম হতে আমাদের কোন বাধা নেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি হোসাইন খালেদ, সহসভাপতি হুমায়ুন রশীদ, বালাজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্দ্বীপ আগারওয়াল প্রমুখ। ‘ডেনিম ইন ফ্যাশন’ এই থিমকে সামনে রেখেই প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিমস অ্যান্ড জিন্স ডট কম। ওয়েবসাইটটির স্বত্বাধিকারী বালাজি এন্টারপ্রাইজ। ভারতের এই প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো প্রদর্শনীর আয়োজন করছে। বাংলাদেশসহ আটটি দেশের ডেনিম বা জিন্স কাপড়, জিন্স প্রস্তুত, যন্ত্রপাতি ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী ৩০টি প্রতিষ্ঠান অনুষ্ঠানে অংশ নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ হলো ডেনিম পণ্যের প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ