Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমেছে বিশ্ব বাণিজ্য

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : পণ্যের চাহিদা কমেছে বিশ^ বাণিজ্য। গতবছর সবচেয়ে খারাপ বছর পার হয়েছে বিশ্ব বাণিজ্যের। ২০১৫ সালে বিশ্ব বাণিজ্য কমেছে ১৩.৮ শতাংশ। ৬ বছর আগে একবার বিশ^ বাণিজ্যে এমনটি হয়েছিল। ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের পর থেকে প্রথম সঙ্কোচন এটি। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাণিজ্য কমার বড় কারণ চীনসহ উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক দুরবস্থা। ওইসব দেশে ভোক্তা আস্থা কমেছে এবং পণ্যের চাহিদাও হ্রাস পেয়েছে। ফিন্যানশিয়াল টাইমস। গত বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য নিয়ে ‘ওয়ার্ল্ড ট্রেড মনিটর’ নামে এ রিপোর্ট প্রকাশ করেছে নেদারল্যান্ডস ব্যুরো অব ইকোনমিক পলিসি অ্যানালাইসিস। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব বাণিজ্য কমার বড় কারণ চীনসহ উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক দুরবস্থা। ওইসব দেশে ভোক্তা আস্থা কমেছে এবং পণ্যের চাহিদাও হ্রাস পেয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ডলারের হিসাবে গত বছর বিশ্ব বাণিজ্য সঙ্কুচিত হয়েছে ১৩.৮ শতাংশ। বিশ্বে আমদানি কমেছে ১৩.৩ শতাংশ এবং রফতানি কমেছে ১৪.২ শতাংশ। আমদানি সবচেয়ে বেশি কমেছে উন্নত দেশগুলোতে। এ দেশগুলোতে আমদানি কমেছে ১৪ শতাংশ। এর বিপরীতে উদীয়মান দেশগুলোর আমদানি কমেছে ১২.৪ শতাংশ। তবে উদীয়মান দেশগুলোর রফতানি কমেছে ১৫.৬ শতাংশ। এর পাশাপাশি আফ্রিকার রফতানি কমেছে ৪১.৪ শতাংশ, ল্যাটিন আমেরিকার দেশগুলোর কমেছে ২০ শতাংশ এবং ইউরোপের রফতানি কমেছে ২৯.৪ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ১০ শতাংশ, জাপানের কমেছে ২০ শতাংশ, ইউরো অঞ্চলের কমেছে ১৭ শতাংশ, উদীয়মান এশিয়ার আমদানি কমেছে ১১ শতাংশ এবং উদীয়মান ইউরোপের আমদানি কমেছে ২৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, হাতাশাব্যঞ্জক এ প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করছে সবাই। এ উদ্বেগ গত শুক্রবার শুরু হওয়া জি-২০ভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে উঠে এসেছে। ওই বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কারণেই সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই নিম্ন প্রবৃদ্ধি, নিম্ন মূল্যস্ফীতি এবং নিম্ন সুদহারে হারিয়ে যাচ্ছে। যা ক্রমেই ভারসাম্য হারিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, আগামী পূর্বাভাসে তারা বিশ্ব প্রবৃদ্ধি কমাতে পারে। সংস্থার মতে, বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলো প্রবৃদ্ধি এগিয়ে নিতে খুব ভালো কিছু করছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমেছে বিশ্ব বাণিজ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ