Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে দোকানে হামলা লুটপাট আহত ৩

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের চপই বাজারে পূর্ব শত্রæতার জের ধরে গত সোমবার বিকালে চপই গ্রামের রোজাক মিয়া ও এরশাদ মিয়ার নির্দেশে ও নেতৃত্বে একদল সন্ত্রাসী চপই বাজারে অবস্থিত মঞ্জুমিয়ার মনোহারী দোকানে হামলা চালায় ও নগদ ৬৫ হাজার টাকা সহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল লুট করে নেয় এবং ব্যাপক ভাঙচুর করে। অভিযোগে জানা যায়, হামলাকারী রোজাক মিয়া, এরশাদ, হাবিবুল্লাহ, রঞ্জু মিয়া, রয়েল, শাহজাহান, জুয়েল, কাঞ্চন, বাচ্চু, রোহান, সোহাগ, বাবুল ও রেনু মিয়া দোকানে থাকা শাহীন, আসলাম ও হারুন-অর-রশিদকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে গুরুতর আহত শাহীন ও আসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে চাইলে হামলাকারীরা বাঁধা দেয়। পরে পুলিশের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে সামান্য আহত হারুন অর রশিদ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ