Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড পূর্বের জায়গায় স্থানান্তরের দাবি

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় বন্দর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে গত মঙ্গলবার সকালে মাহিন্দ্রা-আলফা স্ট্যান্ড পূর্বের জায়গায় নেয়ার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ দূর-দূরান্ত থেকে বানারীপাড়া বন্দর বাজারে আসা যাত্রীরা মাহিন্দ্রা-আলফা স্ট্যান্ড পূর্বের জায়গায় আনার পক্ষে স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পাবলিক লাইব্রেরী লাগোয়া মাহিন্দ্রা-আলফা স্ট্যান্ড সরিয়ে পৌর ভবনের সামনে স্থানান্তর করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা জানান, মলঙ্গা ব্রিজ দিয়ে বালিকা মাধ্যমিক, মাহামুদিয়া আলিম মাদরাসা, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেসান প্রি-ক্যাডেট স্কুল ও মাহামুদিয়া ক্যাডেট মাদ্ররাসায় আসতে মাহিন্দ্রায় ভাড়া ৫ টাকা লাগে, সেখানে রিকশায় ভাড়া ৩০ টাকা। বোর্ডস্কুল, চৌয়ারীপাড়া ও ঈদগা দিয়ে মাহিন্দ্রায় মাত্র ১০ টাকায় বাজারে আসা যায়, সেখানে রিকশায় লাগে ৪০/৫০ টাকা। যদি অন্য কোন যানবাহনে আসা লাগে তবে আরও ১০ টাকা বেশি দিয়ে বাজারে আসতে হয়। এ কারণেই মাহিন্দ্রা-আলফা স্ট্যান্ড পূর্বের জায়গায় আনার জন্য তারা দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ