বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেপুর গ্রামের ছালেপুর জামে মসজিদের মোতওয়াল্লি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক আপ্তাবের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাত ৩ দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে শামসুল হক আপ্তাব।
শামসুল হক জানান, রাতে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত সিঁড়ির ঘরের দরজা ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের হাতে থাকা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মোবাইল, ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ ১ লক্ষ ৫০ হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, বিমানবন্দর থানা এসি মোনাদির ইসলাম, ওসি মোসারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।