Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাসীনদের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে : রিজভী

গাইবান্ধায় ২৫ নেতার সাজা প্রদানে নিন্দা

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীনদের প্রতিটি কর্মের হিসাব জনগণকে দিতে হবে বলে প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল ও সাধারণ সম্পাদক এহসানুল কবির রিপনসহ ২৫ জনকে দ্রæত বিচার আইনে ৫ বছরের সাজা দেয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের গণবিরোধী সকল কর্মকাÐ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের যুব ও ছাত্রসমাজ সবসময় সোচ্চার কণ্ঠ থাকে বলেই এদেরকে নিশ্চিহ্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে বর্তমান ক্ষমতাসীনগোষ্ঠী। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়-এহেন অপকর্ম করে কোনো স্বৈরশাসকই টিকে থাকেনি। বর্তমান সরকারকেও তাদের প্রতিটি অপকর্মের হিসাব জনগণকে দিতে হবে।
তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মী, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী তরুণ সমাজকে ধ্বংস করে দিতে চাচ্ছে বর্তমান ভোটারবিহীন সরকার। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর জুলুম চালাচ্ছে সরকার। আর তারই নিষ্ঠুর শিকার হয়ে সাজা পেতে হলো গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনসমূহের ২৫ জন নিবেদিতপ্রাণ নেতা-কর্মীকে।
বিএনপির মুখপাত্র আশা করেন, গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে সাজা দেয়ার দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তরিত করে এলাকার নেতা-কর্মীরা আরো সাহসী হয়ে বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে যাবে।
অবিলম্বে সাজাপ্রাপ্ত ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের সাজা বাতিলের জোর দাবি জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ