পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় ২৩ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। সোমবার রাত ১০টার দিকে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা থেকে গাইড ভর্তি শাড়ি আটক করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাঁকাল চেকপোস্টের হাবিলদার হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি দল প্রতিটি দু’হাজার টাকা মূল্যের ১১৬০টি ভারতীয় শাড়ি আটক করে। যার মূল্য ধরা হয়েছে ২৩ লাখ ২০ হাজার টাকা। তিনি আরো জানান, বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানিরা কাপড়ের গাইডগুলো ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার কাপড়গুলো কাস্টমস-এ জমা দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।