Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ে নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পঞ্চগড় শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড় জেলা শাখার নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে পঞ্চগড়ের নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এ সময় বাংলাদেশ নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক একেএম আব্দুল করিম, তোফাজ্জল হোসেনসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবি জানান। মানববন্ধন শেষে তারা পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ