Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী সিটিতে পুলিশের বিশেষ অভিযান

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ৪:৩৬ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে রাজপাড়া থানার একটি এলাকা ঘিরে জঙ্গি, সন্ত্রাসী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।

হরগ্রাম পূর্বপাড়া এলাকা ঘিরে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাদের এই ‘ব্লক রেইড’ শুরু হয়। পুলিশ সদস্যরা ওই এলাকার কয়েকটি বাড়ি ঘিরে রেখেছেন। রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সেখানে জঙ্গি আস্তানা থাকার কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে কোনো মন্তব্য করেননি এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত রোববার গাজীপুরের টঙ্গীতে ১৫টি ওয়ার্ড ঘিরে একই ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উগ্র মতবাদের বই, তিনটি দেশীয় অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করার কথা জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ