Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওর এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ২:৪৪ পিএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় ফের মাছ ধরার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার পুনরায় হাওর এলাকার মাছ ধরা ও খাওয়ার অনুমতি দেয় প্রশাসন। তবে পচা ও মৃত মাছ না খাওয়ার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

এবার অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরগুলো ডুবে যায়। এতে ধান-মাছসহ তিন খাতে ক্ষতি হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এতে দেশে বোরোর উৎপাদনের টার্গেট পূরণ না হওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া দুর্গত এলাকায় অন্যান্য ফসল, শাকসবজি, ফলমূল, গবাদি পশুসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০ শতাংশ।

হাওরের মাছে মড়ক লেগে মারা পরার কারণে মাছ ধরা এবং খাওয়ায় সাতদিনের নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ