Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে জঙ্গি আস্তানার সন্ধান নয়, পুলিশের ব্লক রেইড

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:২৪ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর কোর্ট কলেজ এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান নয়, ব্লক রেইড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম।

কমিশনার ইফতে খায়ের আলম আরো জানান, কোনো জঙ্গি আস্তানার সন্ধান নয়, আমরা কোর্ট কলেজ এলাকার টুলটুলিপাড়ায় ব্লক রেইড দিয়েছি। আগে আমরা রাতে এ রেইড পরিচালনা করতাম, এখন দিনে করছি।

জঙ্গি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কি-না প্রশ্নে তিনি বলেন, আপাতত এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

ওই এলাকার অন্তত ৫টি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকার মূল সড়কটি প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ওই এলাকা থেকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও পিবিআই সদস্যরা রয়েছে।



 

Show all comments
  • S. Anwar ২৫ এপ্রিল, ২০১৭, ২:২২ পিএম says : 0
    জেএমবি নামক শয়তানের দলকে কোন ছাড় নয়। এরা আমাদের দেশের শত্রু। ভিন দেশীদের দালাল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ