Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন পৌরসভা ও ১৪ ইউপিতে চলছে ভোট গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১১:১১ এএম

ইনকিলাব ডেস্ক : তিনটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পাশাপাশি সকাল ৯টায় ছয়টি জেলা পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত তারা টহল দেবে আইন-শৃঙ্খলা বাহিনীরা।

সকাল সড়ে ৯টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় কোনো সহিংসতা ও বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি।

যে সব পৌরসভায় ভোট চলছে- মেহেরপুর পৌরসভা, সিলেটের বিয়ানীবাজার ও গোপালগঞ্জের মুকসুদপুর। এ তিন পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে নির্বাচন করছেন।

যেসব ইউপিতে ভোট হচ্ছে- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে। নির্বাচন কর্মকর্তাকে মারধরের কারণে গত বছর বাঁশখালীর ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছিল।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ৬ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

এর মধ্যে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে, সিলেটের ৮নং সাধারণ ওয়ার্ডে, নরসিংদীর ৯ নং সাধারণ ওয়ার্ডে, গাইবান্ধায় ১০নং সাধারণ ওয়ার্ডে, যশোরের ৩নং সাধারণ ওয়ার্ডে এবং কুষ্টিয়ার ১নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ভোট গ্রহণ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ