বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। পণ্য বোঝাই যানবাহন সময়মত গন্তব্যে পৌঁছাতে পারছে না।
আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ মির্জাপুরের শুভল্যা থেকে গাজীপুরের দিকে প্রায় ২৪ কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া মহাসড়কে যানবাহনের চাপও ছিল। এসব কারণে মহাসড়কে যানজট সৃষ্ট হয়।
কয়েকজন চালক জানান, গতকাল রাতে একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার দিবাগত রাতে যানজট সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকালেও যানজট দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার দিবাগত রাতে যানজট সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকালেও যানজট দেখা যায়।
ঢাকাগামী সোহাগ পরিবহনের চালক পিউল মিয়া বলেন, দিবাগত রাত তিনটার দিক যানজটে পড়েন তিনি। ৫০ মিনিটের পথ অতিক্রম করতে তাঁর চার ঘণ্টা লেগেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে ধীর ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।