Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে এটিএম বুথের প্রায় ২ কোটি টাকা লুট: থানায় মামলা

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে ডাচবাংলা ব্যাংকের ফাস্টট্রেক এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। এতে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, মানিপ্লান্টের এটিএম কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাত ১০/ ১২ জনকে আসামী করা হয়েছে।
তিনি আরো জানান, ময়মনসিংহের ফুলবাড়ি থানা এলাকা থেকে লুট হওয়া টাকার খালি ট্রাংক উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা অভিযান পরিচালনা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার ওই এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশে ডাচবাংলা ব্যাংকের একটি ফাস্টট্রেক এটিএম বুথ রয়েছে। সেখান থেকে গ্রাহকরা টাকা উঠাতে ও জমা দিতে পারেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান ওই বুথে টাকা রাখতে আসেন। তাদের নির্দিষ্ট মাইক্রো থেকে দুইটি ট্রাংকে করে টাকা গুলি ওই বুথের মধ্যে নিয়ে যান। এসময়ে দুইজন গানম্যান, নিরাপত্তা কর্মীসহ ব্যাংকের ৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমন সময় একটি পিকআপ নিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত ওই ফাস্টট্রেক বুথে হামলা চালায়। হামলা চালিয়ে নিরাপত্তকর্মী লিয়াকত হোসেনকে মারধোর করে টাকার ট্যাংক দুইটি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ