Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জের মূলজান এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা এড. বজলুল হক (৬২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বজলুল হক জেলার ঘিওর উপজেলার ভরড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি ঘিওর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ছিলেন।
এ সময় এক্সিম ব্যাংকের নিরাপত্তা প্রহরী নুরুল হক (৬৫) আহত হয়েছেন। আহত ব্যক্তি ঘিওর উপজেলার ভরড়া এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নুরুল হক মোটরসাইকেল নিয়ে কর্মস্থল এক্সিম ব্যাংক মানিকগঞ্জ শাখায় যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী ইটভাটার মাটিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট পাঠিয়ে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ