বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শিয়ালবাড়ি এলাকায়।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার শিয়ালবাড়ি এলাকার আবু তালেবের কন্যা গোলাপি বেগমের সঙ্গে একই এলাকার মিজানুর রহমানের বিয়ে হয়। মিজানুর রহমান মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকে মিজানুর রহমান তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। ২০০৬ সালের ১ নভেম্বর রাতে মিজানুর তার স্ত্রী গোলাপি বেগমকে হত্যা করেন। পরদিন সকালে এলাকাবাসী মিজানুরকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় গোলাপির বাবা আবু তালেব বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আখতারুজ্জামান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আব্দুর রশিদ চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।