Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের ভেতর থেকে এবার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে একটি গাছ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীতাকুন্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের রেঞ্জার উজ্বল কান্তি মজুমদার জানান, ঘটনাটি ঘটেছে ইকোপার্কের ঝর্ণার আরো কিছুটা আগে গহীন পাহাড়ের নিচে ছরার দিকে। তিনি বলেন, স্থানীয় নলুয়াপাড়ার কিছু মহিলা প্রতিদিন সেখানে পাতা কুড়োতে যায়। রবিবার পাতা কুড়াতে গিয়ে তারা ঝুলন্ত লাশটি দেখে পার্কের ইজারাদারদের জানান। তারা সেকথা শুনে আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং মৃহদেহের সাথে থাকা মোবাইল, জুতাসহ কিছু নমুনা উদ্ধার করে নিয়ে যায়। সীতাকুন্ড থানার ওসি মোঃ ইফতেখার হাসান বলেন, লাশটি একটি সরু জাতীয় গাছে ঝুলানো ছিলো। গাছটি এত সরু যে সেখানে ২/৩ জন উঠার সুযোগ নেই। তাই তিনি নিজেই গাছে উঠে গলায় দড়িয়ে দিয়েছেন বলে আমরা ধারণা করছি। তাছাড়া তাকে হত্যা করার মত কোন চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, লাশটি আনুমানিক ৫/৬ দিন আগের। তাৎক্ষণিকভাবে আমরা তার নাম পরিচয় পাইনি। যুবকটির বয়স আনুমানিক ৩৫। রাত সাড়ে ৯টার দিকে লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেছি। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ