Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোপের অর্থ বাজারে

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন সিমবায়োটিক এসএ (ঝুসনরড়ঃরপ ঝঅ) নামক প্রতিষ্ঠানের সঙ্গে টিএমএসএস-এর চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইউরোপের অর্থ বাজারে টিএমএসএস প্রথম প্রবেশ ঘটলো। চুক্তি স্বাক্ষরকালে টিএমএসএস-এর নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিসেবে প্রতিশ্রæত ১৭ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১০ মিলিয়ন ডলারের চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছে। টিএমএসএস-এর ৩৭ বছর কর্মকালে এই প্রথম উন্নত দেশের মূলধন বাজারে পদার্পণ করলো। এই চুক্তিনামা স্বাক্ষরে টিএমএসএস-এর যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরসহ অর্থায়নকারী প্রতিষ্ঠান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি টিএমএসএস-এর পরিচালনা পর্ষদের পক্ষে সভানেত্রী আলহাজ মাহমুদা বেগম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ