রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে দুই পক্ষে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আনিছ ভুইয়া ও সুজন মিয়া নামের ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনির হোসেন ও মোতাহারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন উভয়পক্ষের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। ঘটনার দিন মনির ও মোতাহারের মধ্যে সীমনা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, দা, ছোরা, টেঁটা, বল্লম নিয়ে বৃষ্টি উপেক্ষা করে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে জুয়েল (৩০), মোতাহার (৪০), ইসমাইল (৫০), মনোয়ারা (৫০), শফিকুল (৩০), মনির হোসেন (৫০), লাভলী আক্তার (৩০), সায়েদা বানু (৬৫), মুক্তার হোসেন (৪৫) ও ইশবাল হোসেনকে (২৫) উপজেলা স্থাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে হাসপাতালের নেয়ার পর আবারো ২ পক্ষের লোকদের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বৃষ্টি আর ঝগড়ায় হাসপাতালের এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে ২টি অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।