বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘তদন্ত কমিশন গঠন করে ১/১১ এর সাথে যারা জড়িত বা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উত্থাপিত হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এ নিয়ে সংসদেও কথা হয়েছে। অনেকেই এরকম দাবিও তুলেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।‘ কেন্দ্রীয়ভাবে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের পরে এখন স্থানীয় পর্যায়েও তা করা হচ্ছে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘বিএনপির প্রতি দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে।
অনেকেই দল থেকে পদত্যাগের অপেক্ষায় আছেন। এরকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের আগ্রহ কম। এসব কারণে তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই ব্যর্থতার দায় তারা অন্যের ঘাড়ে চাপিয়ে সান্তনা খোঁজার চেষ্টা করছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।