Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে বজ্রপাতে কৃষক নিহত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ৫:১৮ পিএম

নাটোরের লালপুরে বজ্রপাতে হাফিজুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই এলাকার মতিউর রহমানের ছেলে।

আজ সোমবার সকাল থেকেই নাটোর শহরসহ জেলার বিভিন্ন স্থানেও হালকা ঝড় হয়। এতে বোরো ধান, তরমুজ ও বাঙ্গীর ক্ষতি হয়েছে বলে জানা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ও নিহতের পরিবার জানায়, সকালে ওয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামসহ বেশ কয়েকজন কৃষক গ্রামের একটি জমিতে কাজ করতে যায়। কাজ চলাকালীন সময়ে ওই জমিতে বজ্রপাত ঘটলে হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো এক কৃষক। আহত ওই কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ