বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : হিজড়াদের মূল ধারার সঙ্গে যুক্ত করতে শিক্ষার মাধ্যমে তাদের মানসিক গঠন থেকে শুরু করে জীবিকার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বৈচিত্র্যময় যৌন সংখ্যালঘুদের স্বাস্থ্য ও মানবাধিকার নিয়ে কাজ করা বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ২০ বছর পূর্তি অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। হিজড়াদের জন্য পার্লার, নাচ-গানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে জীবন নির্বাহের ব্যবস্থার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, মানবাধিকার তাই যেখানে সবার সমান অধিকার রয়েছে; সে দৃষ্টিকোণ থেকে বিশেষ কমিউনিটিকেও মানবাধিকারের আওতায় আনতে গেলে অন্যান্য নাগরিকদের মতো অধিকার দেয়া উচিত। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান হিজড়াদের জীবনমান উন্নত করতে, মূল ধারার সঙ্গে যুক্ত করতে যেভাবে এগিয়ে এসেছেন সমাজের বিত্তবানদের প্রতিও হিজড়াদের জন্য তেমন জীবিকার ব্যবস্থা করার কথা বলেন কাজী রিয়াজুল হক। এক্ষেত্রে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আরো বেশি তৎপর হওয়ার কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে বন্ধু চতুর্থ কৌশল পরিকল্পনা ২০১৭-২০২১ এরও শুভ সূচনা করেছে, যা কিনা স্বাস্থ্য ও স্বাস্থ্য অধিকার সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তৈরি হয়েছে; এটি সফলভাবে বাস্তবায়িত হলে জাতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন পরিকল্পনা-এসডিজিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। সেখানে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বাংলাদেশের প্রতিকূল পরিবেশ ও সামাজিকতা সত্তে¡ও ২০ বছর ধরে বৈচিত্র্যময় যৌন সংখ্যালঘুদের স্বাস্থ্য ও মানবাধিকার নিয়ে কাজ করায় বন্ধুকে প্রশংসা করেন। বলেন, সমাজের একজন নাগরিক হিসেবে তিনি হিজড়াদের জীবনমান উন্নত করার তাগিদ অনুভব করেন। এ নিয়ে বিভিন্ন কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, আশুলিয়ার ৩০০ হিজড়া সদস্যের জন্য তিনি পার্লার, কৃষি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কাজে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিশ্বব্যাপী দাতাগোষ্ঠীর ফান্ড সীমিত ও নাজুক হওয়া সত্তে¡ও, বন্ধু তার বিভিন্ন কর্মসূচি ও তৎপরতা অত্যন্ত দক্ষ ও সুচারুভাবে চালিয়ে যাচ্ছে; ফলে ২০ বছরে লক্ষ্য জনগোষ্ঠীর জন্য সারাদেশে ২২টি জেলায় ৩৬টি সুসজ্জিত মাঠ স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এবং ২৫টি পার্টনার-সিবিওর সহায়তায় সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।