বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা শ্রমিক ও মালিকদের স্বার্থপরিপন্থী উল্লেখ করে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। মানববন্ধনে বক্তারা বলেছেন, পরিবহন শ্রমিকদের জন্য আইনের যে ধারা বসানো হয়েছে তা দেশের সন্ত্রাসীদের জন্যও নেই। এক দেশে দুই শ্রেণীর জন্য কী দুই আইন হতে পারে?
গতকাল (রোববার) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘রাজনৈতিক দল যার যার, সড়ক পরিবহন শ্রমিক এক কাতার’ এই সেøাগানকে সামনে রেখে মানববন্ধনে এসব কথা বলেন।
ধারাগুলো বাতিল না করলে সড়কের যানবাহন অচল করে, সড়ক অচল করে দেবারও কঠোর হুঁশিয়ারি দেন নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শ্রমিক যদি ২৫ লাখ টাকা জরিমানা দিতে পারতো তাহলে কখনই অন্যের গাড়ি চালাতে আসতো না। এসি রুমেই অফিস করতো। এই দেশে মেহনতি শ্রমিকদের উপর পারবে সরকার প্রধানরা সব অন্যায়-অত্যাচার করতে।
তারা প্রশাসনকে উদ্দেশে করে বলেন, আমাদের কষ্টের বিনিময়ে অর্থ দিয়ে কিনা গাড়ি বাম্পার অপসারণ করা হচ্ছে কিন্তু এখনো অনেক প্রশাসনের কর্মকর্তাদের গাড়িতে বাম্পার লাগানো রয়েছে। তাহলে কি এক দেশে দুই শ্রেণীর মানুষের জন্য দুই আইন?
তারা আরো বলেন, একজন হেলপার প্রাপ্তবয়স্ক হয়ে ৫ বছর হেলপারের দায়িত পালন করে, ৫ বছর পরিশ্রম শেষে গাড়ির চালকের আসনে বসেন। বিআরটিএ থেকে লাইন্সেস নেয়, কিন্তু এখন নাকি সেই আগের লাইন্সেস বাতিল, নতুন লাইন্সেস করতে ৮ম শ্রেণী পাস করতে হবে। তাহলে যেই ড্রাইবার ২৫ বছর গাড়ি চালায় সেকি গাড়ির আসন শেষে নতুন করে স্কুলে ভর্তি হবে? বক্তারা আগামী ১ মে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যানের উপর ধর্মঘট পালনেরও ঘোষণা দেন। নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান মানিকের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তোফাজ্জল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।