Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ওষুধ ও মেডিক্যাল ডিভাইসের মূল্য নির্ধারণে অথরিটি গঠনের দাবি

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জীবনরক্ষাকারী সকল ওষুধ ও মেডিক্যাল ডিভাইসের আদর্শ মূল্য নির্ধারণের লক্ষ্যে অবিলম্বে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস এন্ড মেডিক্যাল ডিভাইস প্রাইসিং অথরিটি’ গঠনের দাবি জানিয়েছে হেলথ কনজুমারস রাইটস ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে হেলথ কনজুমারস রাইটস আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, সাংবিধানিকভাবে জনসাধারণের মানসম্মত চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কার্ডিয়াক রিংয়ের মত জীবনরক্ষাকারী সকল মেডিক্যাল ডিভাইস এবং ওষুধের আদর্শ মূল্য নির্ধারণের আহŸান জানান। পৃথিবীর অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণের জন্য জরুরী পদক্ষেপ নিতে বলেন। স্বচ্ছ ফাউন্ডেশনের সভাপতি সুমন শেখের সঞ্চালনায় এবং হেলথ কনজুমারস রাইটস ফোরামের সমন্বয়কারী ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জনঅধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার হালদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ