বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য এম এ আজিজ বলেছেন, আওয়ামী লীগ সংসদে গেলে সরকারি দল আর মাঠে-ময়দানে গেলে বিরোধী দলের ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভার মধ্য দিয়ে নৌকা প্রতীকে ভোট চান আর বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দেন না, এটা হলো এ সরকারের গণতন্ত্র। আওয়ামী লীগের ছল-চাতুরীতে জাতি এখন হতাশ। তারা এ অবস্থার পরিবর্তন চায়।
গতকাল (রোববার) নগরীর নবাব সিরাজ উদ দৌলা সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর মুসলিম লীগের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ মুসলিম লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী। বক্তব্য রাখেন উত্তর জেলার সহ-সভাপতি আবদুল মোনাফ, প্রচার সম্পাদক রেজাউল করিম রিপন, গোলাম মোস্তফা বাবু, দক্ষিণ জেলার সভাপতি পীরজাদা ডা: সৈয়দ ইকবাল উসমানী, সহ-সভাপতি হাকিম শিহাব উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।