Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় শবে মেরাজের আলোচনায় বক্তারা

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নামাজ জান্নাতের চাবিকাঠি
বগুড়া অফিস : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রæপের আয়োজনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ‘নামাজ হচ্ছে মুসলমানের সাথে অন্যদের পার্থক্যের মাপকাঠি আর তা জান্নাতের চাবিকাঠিও। কাজেই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি মুসলমান সমাজের সার্বিক সাফল্যের জন্য মুসলিম সমাজে নামাজ কায়েম করতে হবে।’ গতকাল রোববার বাদ আছর থেকে এশা পর্যন্ত এই আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরেণ্য ভাষা বিশারদ ও ইসলামী চিন্তাবিদ জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রতিষ্ঠিত সংগঠন বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রæপ এর মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়ার নিশিন্দারা কারবালা মাদরাসার মুহাদ্দিস মাওঃ মোঃ ফজলুল করিম । এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিশিন্দারা শাহ পাড়া সুজা শাহ জামে মসজিদের খতিব মাও মোঃ আহসানুল হাবিব শাকিল, বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. মোঃ রুহুল আমিন, গ্রæপের সেক্রেটারি আলহাজ আব্দুল খালেক, মাও আলহাজ আবু বকর ছিদ্দিক ও আরেফ বিল্লাহ বিলু প্রমুখ। সভাশেষে ইসলামী উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ