Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিফ্টেড

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মার্ক ওয়েব পরিচালিত ড্রামা ফিল্ম ‘গিফ্টেড’। পূর্ণদৈর্ঘ্য ‘দি অনলি লিভিং বয় ইন নিউ ইয়র্ক’ (২০১৭), ‘দি এমেজিং স্পাইডার-ম্যান টু’ (২০১৪) এবং ‘ফাইভ হান্ড্রেড ডেজ অফ সামার’ চলচ্চিত্রগুলো ছাড়াও ওয়েব কিছু স্বল্পদৈর্ঘ্য এবং টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন।
ফ্র্যাঙ্ক অ্যাডলার (ক্রিস এভান্স) একজন অবিবাহিত পুরুষ। তার অন্যান্য কাজের পাশাপাশি একটি প্রধান কাজ হল তার ভাগ্নি মেরিকে (ম্যাকেনা গ্রেস) লালন পালন করা। ৭ বছর বয়সী মেয়েটি বাড়িতেই পড়াশোনা করে, যাকে বলে হোম-স্কুল্ড এবং সে চায় বাড়িতে থেকেই সে পড়াশোনা চালিয়ে যাবে। কিন্তু ফ্র্যাঙ্ক চায় তার ভাগ্নিটি অন্যসব শিশুর মতই বড় হোক, অন্য শিশুদের সঙ্গে বন্ধুত্ব করে সামাজিক হয়ে। সে মেরিকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মত তাকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়। অচিরেই স্কুলে তার গণিতের শিক্ষিকা বনি (জেনি ¯েøট) গনিতে তার অসাধারণ প্রতিভার কথা জানতে পারে। বনি আর স্কুলের প্রিন্সিপাল ফ্র্যাঙ্ককে জানায় মেরির শিক্ষার জন্য সবচেয়ে ভাল হয় তার মত প্রতিভাদের স্কুলে তাকে ভর্তি করালে। ফ্র্যাঙ্ক তা করতে অস্বীকৃতি জানায় আরও বলে বোনকে সে কথা দিয়েছে মেরিকে সাধারণ স্কুলেই পড়াবে যাতে তার জীবনটি অন্য যে কোনও শিশুর মত স্বাভাবিক হয়। তার বোনেরও একই রকম গাণিতিক প্রতিভা ছিল আর সেজন্য সে স্বাভাবিক শৈশব দেখেনি। মেরির শিক্ষার ব্যাপারে ফ্র্যাঙ্কের মায় এভলিনের (লিনজি ডানকান) ভিন্নমত। এভলিন মেরির অধিকারের জন্য মামলা করে। এসময় ফ্র্যাঙ্কের পামে দাঁড়ায় বাড়িওয়ালী রবার্টা (অক্টাভিয়া স্পেন্সার) এবং বনি; এরা মেরির শিক্ষার পাশাপাশি চায় তার মামার কাছে থাকার নিশ্চয়তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ