Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর গ্রামের দুই পক্ষের মধ্যে জায়গা-জমির বিরোধ নিয়ে মিথ্যা মামলায় দুই শিক্ষার্থীকে জড়িয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের মৃত মো. বদরুজ্জামানের পুত্র মোহাম্মদ ইদ্রিস ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছে একই গ্রামের মৃত এম এন মিয়া চৌধুরী প্রকাশ নাবালক মিয়ার পুত্র এম এম আজিজ চৌধুরী। গত ১২ মার্চ জায়গা-সম্পত্তি জবর দখলের অভিযোগ এনে চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী মামলাটি দায়ের করেন তিনি। ওই মামলায় মো. ইদ্রিসসহ তার স্ত্রী ও কলেজ পড়ুয়া দুই পুত্রকে আসামি করা হয়। অসহায় এ পরিবারের অভিযোগ, মিথ্যা ওই মামলার ৩ ও ৪ নং আসামি মো.ইসহাক রানা ও আশরাফ উদ্দিন রাহাত দুজনে শিক্ষার্থী। রানা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ও রাহাত মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণিতে অধ্যয়নরত। তারা এসব ঘটনা এবং জায়গা-জমি সম্পর্কে কিছুই জানে না। মামলার আসামি হওয়ার পর থেকে তারা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে বর্তমানে শিক্ষাঙ্গন থেকে বিমুখ হয়ে পড়েছে। মামলার প্রধান আসামি মো. ইদ্রিস জানান, সার্ভে করে পাওয়া গেছে বাদীর ক্রয়কৃত সম্পত্তি আমার বড় ভাইয়ের ভোগ দখলে। কিন্তু আমার দখলীয় পৈত্রিক সম্পত্তি মূল্যবান হওয়ায় তাদের কুনজর পড়ে। এ কারণে কয়েকদফা ভাড়াটে লোকজন নিয়ে জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর থেকে নামে বেনামে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে ও আমার পরিবারকে বারবার অহেতুক হয়রানি করে আসছে। অসহায় নির্যাতিত ইদ্রিস ও তার পরিবার মিথ্যা মামলা থেকে রেহাই এবং সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ