Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে পানির নিচে কয়েক হাজার একর জমির ফসল

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ৪ দিনের প্রবল বর্ষণে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পৌরসদরসহ ১২ ইউনিয়নে পানির নিচে কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। ৪ দিনের বৃষ্টিপাতে উপজেলার বোর পাকা ধান ক্ষেত সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। নান্দাইল ইউনিয়নের বলদা বিল, গজারিয়া, বাফাইল, টংগীর বিল সহ উপজেলার অনেক বিলের বোর পাকা ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এদিকে নরসুন্দা নদীতেও পানি বৃদ্ধির ফলে রোপন করা বোর ধান ক্ষেত শতকরা ৯০ ভাগ পানির নিচে রয়েছে। পানি আসার পূর্বে যে সমস্ত কৃষক ধান কেটে নিয়েছে তারা ছাড়া বাকি সব বোরো ধান পানির নিচে থাকায় সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় কৃর্ষকদের মাঝে হতাশা ও হাহাকার বিরাজ করছে। বছরের প্রধান ফসল বোর ধান না পাওয়ায় তাদের পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে তাদের সামনের দিনগুলো পাড়ি দিতে হবে। পৌর সদরের কাটলীপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দিন ও বালিয়াপাড়া গ্রামের খোকন জানান, হঠাৎ বৃষ্টির পানির কারণে বোর ফসল ডুবে যাওয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এ অঞ্চলের কৃষকরা। কিভাবে পরিবার-পরিজন নিয়ে সামনের দিনগুলো অতিবাহিত করভে এটাই তাদের চিন্তার বিষয়। নান্দাইল উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রবল বর্ষণে উপজেলার নিমাঞ্চলের বোর ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আরো বৃষ্টি অব্যাহত থাকলে উজানের বোর আবাদ ও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্রবল বর্ষণের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হয়ে নিয়মিত কাজ কর্মে যেতে পারছে না ফলে নি¤œ আয়ের পরিবারের লোকজনকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ