প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : রবীন্দ্র সংগীত শিল্পী জয়ন্ত আচার্য এর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। জয়ন্ত আচার্য ১৯৮৭ সালে বরিশাল জেলার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বাধনেশ্বর আচার্য এবং মাতা প্রভা রানী আচার্য। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে ¯œাতকোত্তর করেন। শিশুকাল থেকেই তার মায়ের কাছ থেকে রবীন্দ্র সংগীতে তালিম নেন। পরবর্তীতে প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পীদের কাছ থেকে সংগীত শিক্ষা নেন। ২০১২ সালে সুরের ধারায় সংগীত প্রশিক্ষক হিসেবে এবং ২০১৫ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ কলকাতা তারা বাংলায় সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য, শিল্পী ভারতের দিল্লি, লক্ষেèৗ, কলকাতা ইত্যাদি প্রদেশে গান পরিবেশন করেন। রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে চ্যানেল আই-এ ২০০৫ সালে দ্বৈত সংগীত পরিবেশন করেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় রবীন্দ্র নজরুল শিক্ষা সপ্তাহ-২০০০, রবীন্দ্র এবং পল্লী সংগীত প্রতিযোগিতা-২০০৬ ও আন্তঃবিশ্ববিদ্যালয় সংগীত প্রতিযোগিতা-২০০৮ এ শীর্ষস্থান লাভ করেন। তার প্রকাশিত প্রথম একক সংগীত সংকলন ‘আলোর অমল কমলখানি’ ২০১৬ সালে প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পীর একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। উপস্থিত শ্রোতামÐলী বিমোহিত হয়ে তার পরিবেশনা উপভোগ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।